অ্যাসাইনমেন্ট লেখার কালি নিয়ে বিভ্রান্তি কাটলো - দৈনিকশিক্ষা

অ্যাসাইনমেন্ট লেখার কালি নিয়ে বিভ্রান্তি কাটলো

নিজস্ব প্রতিবেদক |

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরিতে ব্যবহৃত কালি নিয়ে বিভ্রান্তি কেটেছে। শিক্ষার্থীরা যে রঙয়ের কালি ব্যবহার করেই অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছে সেগুলো সেভাবেই মূল্যায়ন করতে হবে শিক্ষকদের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকার আঞ্চলিক কার্যলয় সে বিভ্রান্তি দূর করেছে।  

জানা গেছে, কিছুদিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি নিয়ে কিছু ভুয়া নির্দেশনা ফেসবুকে ভাইরাল হয়। যাতে বলা ছিল কালো কালি ছাড়া অন্যকোন কালিতে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট লিখতে পারবেন না।  কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীদের কালি ব্যবহার নিয়ে কোন বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক অফিস। যদিও শিক্ষকদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের সময় সবল অংশ কালো কালিতে ও দুর্বল অংশ লাল কালিতের চিহ্নিত করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকার আঞ্চলিক পরিচালক অধ্যাপক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত স্পষ্টিকরণ চিঠিতে বলা হয়েছে, ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা নির্দেশনা অনুসরণ করে প্রস্তুত ও মূল্যায়ন করতে হবে। শিক্ষকরা অ্যাসাইনমেন্ট মূল্যায়নের সময় দুর্বল অংশ লাল কালিতে ও সবল অংশ কলো কালিতে চিহ্নিত করবেন। পরীক্ষার্থীরা যে রঙয়ের কালি ব্যবহার করে যেভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে জমা দিয়েছে সেগুলো সেভাবেই মূল্যায়ন করার জন্য অনুরোধ করা হলো। 

এর আগে গত ৯ আগস্ট চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নে শিক্ষকদের জন্য নির্দেশিকা প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছিল,  শিক্ষার্থীদের প্রস্তুত করা অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে সামঞ্জস্য ও সমতা আনতে শিক্ষকদের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য প্রণীত মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স অনুসরণ করতে হবে। রুবিক্স অনুসরণ করে শিক্ষার্থীরা যাতে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে পারে সে বিষয়েও নির্দেশনা দিতে হবে। অ্যাসাইনমেন্টের বিষয়ে প্রকৃতি, চাহিদা, পরিসর, ধাপ, চিন্তার ব্যপকতা ও শিক্ষার্থীর লেখার মধ্যে সৃজনশীলতা ও মৌলিক বিষয় যথাযথভাবে মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্টর জন্য ভিন্নভিন্ন রুবিক্স সংযোজন করা হয়েছে। রুবিক্সে প্রতিটি মূল্যায়নের জন্য পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি নির্দেশকের জন্য আলাদা আলাদা নম্বর দিয়ে মোট প্রাপ্ত নম্বর নির্ধারণ করতে হবে।

অধিদপ্তর আরও বলেছিল, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোন প্রকার অবহেলা, অতিমূল্যায়ন বা অমূল্যায়ন করা যাবে না। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভিতরে সবল অংশে কালো কালি ও দুর্বল অংশে লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে। মুখস্ত করে বা হুবুহু পাঠ্যপুস্তক থেকে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি না করে পাঠ্যপুস্তকের অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার চিন্তা, কল্পনাশক্তি, অনুধাবনের ক্ষমতা, স্বকীয়তা, সৃজনশীল ও নান্দনিক উপায়ে উপস্থাপন করার দক্ষতাকেই মূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে শিক্ষকদের বলেছে শিক্ষা অধিদপ্তর।  

যদিও এ নির্দেশনা জারির পর কিছু শিক্ষক নিজ নিজ ফেসবুকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে মনগড়া নির্দেশনা প্রচার করতে থাকেন। একাধিক শিক্ষকের ফেসবুকে এ নির্দেশনা বেশ কিছুদিন ঘুরতে দেখা যায়। বিষয়টি নিয়ে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় বিভ্রান্তি। এ পরিস্থিতিতে বিষয়টি পরিস্কার করে আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE করতে ক্লিক করুন।

শিক্ষা কমিশনসহ আরো কিছু সংস্কারের পরিকল্পনা রয়েছে - dainik shiksha শিক্ষা কমিশনসহ আরো কিছু সংস্কারের পরিকল্পনা রয়েছে শাবিপ্রবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পড়ালেন শিক্ষার্থীরা - dainik shiksha শাবিপ্রবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পড়ালেন শিক্ষার্থীরা বায়তুল মোকাররমে দু‘পক্ষের সংর্ঘষ, আহত কয়েকজন মুসল্লি - dainik shiksha বায়তুল মোকাররমে দু‘পক্ষের সংর্ঘষ, আহত কয়েকজন মুসল্লি শর্তসাপেক্ষে এমপিও পাবেন বিপিএড শিক্ষকরা - dainik shiksha শর্তসাপেক্ষে এমপিও পাবেন বিপিএড শিক্ষকরা ঢাবিতে হ*ত্যার ঘটনায় ৬ ছাত্র আদালতে - dainik shiksha ঢাবিতে হ*ত্যার ঘটনায় ৬ ছাত্র আদালতে নির্যাতনে তোফাজ্জলের শরীর থেকে মাংস খসে পড়ে - dainik shiksha নির্যাতনে তোফাজ্জলের শরীর থেকে মাংস খসে পড়ে ১৩ চ্যালেঞ্জ শিক্ষাখাতের, অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে - dainik shiksha ১৩ চ্যালেঞ্জ শিক্ষাখাতের, অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে এমপিওভুক্ত হচ্ছেন আরো ১ হাজার ৮৮৭ শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন আরো ১ হাজার ৮৮৭ শিক্ষক জাবিতে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় সমন্বয়কসহ ৮ শিক্ষার্থীর নামে মামলা - dainik shiksha জাবিতে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় সমন্বয়কসহ ৮ শিক্ষার্থীর নামে মামলা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0045559406280518