আগস্টে ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা হতে পারে | ভর্তি নিউজ

আগস্টে ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা হতে পারে

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের আগস্ট মাসে। এর আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমি

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের আগস্ট মাসে। এর আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর আজ শনিবার ফোনালাপে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

অধ্যাপক ড. মুনাজ আহমেদ বলে, ‘এই মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হচ্ছে না। আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, এর আগে নয়। আর চলমান লকডাউন যতদিন চলবে, প্রাথমিক আবেদন ততদিন চলতে থাকবে। প্রাথমিক আবেদনের পর আমাদের দ্বিতীয় আবেদনের কাজ রয়েছে। এ ছাড়া আবেদন শেষ হওয়ার পর আরও কিছু কাজ রয়েছে। তাই আগস্টের আগে পরীক্ষা নেওয়া সম্ভব না।’

চলতি মাসে দেশের সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে চলমান বিধিনিষেধের মেয়াদ দফায় দফায় বাড়ানোর কারণে তা সম্ভব হচ্ছে না।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন