আগামী বছরের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন শুরু রোববার | মাদরাসা নিউজ

আগামী বছরের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন শুরু রোববার

২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ছবি ও ৪র্থ বিষয় অনলাইনে সংশোধন আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের ছবি ও ৪র্থ বিষয় সংশোধন করা যাবে। আর রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরেও কোনো শিক্ষার্থীর তথ্য বোর্ডের ওয়েবসাইটে পাওয়া না গেলে আগামী ২

২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ছবি ও ৪র্থ বিষয় অনলাইনে সংশোধন আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের ছবি ও ৪র্থ বিষয় সংশোধন করা যাবে। আর রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরেও কোনো শিক্ষার্থীর তথ্য বোর্ডের ওয়েবসাইটে পাওয়া না গেলে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডে  আবেদন করতে হবে। মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যেই ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ১৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। এ সময় কোনো শিক্ষার্থীর ছবি বা ৪র্থ বিষয়ে ভুল থাকলে তা অনলাইনে সংশোধন করতে পারবেন অধ্যক্ষরা। তবে, কোনোভাবেই নতুন শিক্ষার্থীর নাম এন্ট্রি করা যাবে না।    

এছাড়া অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সত্ত্বেও যদি কোনো শিক্ষার্থীর নাম বোর্ডের ওয়েবসাইটে না পাওয়া যায় তাহলে ভর্তি সংক্রান্ত সব কাগজপত্রসহ ২৮ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়েছে অধ্যক্ষদের। 

আগামী বছরের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন শুরু রোববার

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।