গ্রন্থাগারিক পদে প্রক্রিয়াধীন নিয়োগ পরীক্ষা আগের নিয়মে নেয়ার যৌক্তিকতা পর্যালোচনায় সভা হবে ৩১ অক্টোবর। সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ সভাপতিত্ব করবেন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানা গেছে।
নোটিশে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে ১৮ জুলাই ২০২১-এর অফিস আদেশ জারির আগে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিংবডির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াধীন আবেদনের বিষয়ে যৌক্তিকতা পর্যালোচনার জন্য এক সভা ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে এই বিভাগের সচিব সভাপতিত্ব করবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় তথ্যসহ (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকার জন্য বলা হলো।
এর আগে আগের নিয়মে নিয়োগ দেয়ার দাবি জানিয়ে আসছিলেন মাদরাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকরা। চাকরি প্রত্যাশীরা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) আলোকে সারা দেশের বিভিন্ন মাদরাসায় নবসৃষ্ট পদ গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদের নিয়োগ সচিবের মৌখিক নির্দেশনায় দীর্ঘ ৬ মাস বন্ধ রেখে ২০২১ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই অফিস আদেশ জারি করা হয়েছে, এই অফিস আদেশ জারির আগে সচিবের মৌখিক নির্দেশনায় দীর্ঘদিন বন্ধ থাকা চাকরি প্রত্যাশীদের আবেদন করা প্রক্রিয়াধীন নিয়োগ পরীক্ষা আগের নিয়মে শেষ করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো। এবং দাবি মেনে না নেয়া হলে, আগামীকাল বুধবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো।