আদেশ জারির বছর পেরোলেও বেতন বাড়েনি ইবতেদায়ি প্রধানদের - দৈনিকশিক্ষা

আদেশ জারির বছর পেরোলেও বেতন বাড়েনি ইবতেদায়ি প্রধানদের

নিজস্ব প্রতিবেদক |

মাদরাসার ইবতেদায়ি প্রধানরা এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন পাচ্ছেন না। নীতিমালায় ১১তম গ্রেডে বেতনের কথা বলা হলেও ১৫ গ্রেডে বেতন পেয়ে তারা বঞ্চিত হচ্ছেন। আড়াই বছর আগে জারি হওয়া এমপিও নীতিমালায় তাদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়। নীতিমালা অনুসারে শিক্ষকদের ১১তম গ্রেডে বেত দেয়ার আদেশ জারি হয় এক বছর আগে। তবুও তা আজও বাস্তবায়ন হয়নি। তাই, সারাদেশের ইবতেদায়ি প্রধানরা এমপিও নীতিমালা অনুসারে তাদের ১১ তম গ্রেডে বেতন দেয়ার দাবি জানিয়েছেন। গত কয়েকদিনে শত শত ইবতেদায়ি প্রধান দৈনিক শিক্ষাডটকমকে ইমেইল করে এসব কথা জানান।   

জানা গেছে, ইবতেদায়ি প্রধানদের বেতন ১১তম গ্রেডে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল আড়াই বছর আগে। ২০১৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে জারি করা মাদরাসার এমপিও নীতিমালায় ইবতেদায়ি প্রধানদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। ইবতেদায়ি প্রধানদের ১১তম গ্রেডে বেতন দেয়ার আদেশ জারি হয়েছিল ২০২০ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি। কিন্তু ২০২১ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারির মাঝামাঝি এসেও ইবতেদায়ি প্রধানরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন না।

মাদরাসার ইবতেদায়ি প্রধানরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, তারা ১৫ গ্রেডে বেতন পাচ্ছেন। ২০১৮ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই মাদরাসার এমপিও নীতিমালায় ১১তম গ্রেডে বেতন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু শিক্ষকরা এখনো তা পাননি। ২০২০ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে শিক্ষকদের অনুকুলে সৃষ্ট বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা বিধি বিধান মেনে দেয়ার জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। কিন্তু নানা অজুহাতে ইবতেদায়ি প্রধানদের ১১তম গ্রেডে বেতন দিচ্ছেনা মাদরাসা শিক্ষা অধিদপ্তর।  সর্বশেষ ২০২০ খ্রিষ্টাব্দে ইবতেদায়ি প্রধানদের ১১ গ্রেডে বেতন নীতিমালা জারির দিন হতে বকেয়া দেয়া হবে কি না তার স্পষ্টিকরণ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কাছে চায় অধিদপ্তর। একইসাথে মাদরাসা শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। ইতোমধ্যে মাদরাসা শিক্ষকদের উচ্চতর গ্রেডের আবেদন গ্রহণ শুরু হলেও ইবতেদায়ি প্রধানদের আবেদন নেয়া হচ্ছে না। তাই ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবি জানিয়েছেন ইবতেদায়ি প্রধানরা। 

ইবতেদায়ি প্রধানদের ১১তম গ্রেড নিয়ে জানতে চাইলে অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ইবতেদায়ি প্রধানদের বেতন ১১তম গ্রেডে দেয়ার আদেশ জারি হলেও এ বিষয়ে মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা চেয়েছিল অধিদপ্তর। এখনো এ বিষয়ে কোন সিদ্ধান্ত পাইনি। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি। আর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া অধিদপ্তরের এখতিয়ারভুক্ত না। তাই ইবতেদায়ি প্রধানদের ১১তম গ্রেডে বেতন এখনো কার্যকর হচ্ছে না। 

শিক্ষকরা আরও অভিযোগ করেছেন, ৪০টির ও বেশি ইবতেদায়ি প্রধানরা ১১গ্রেডে বেতন পাচ্ছে । এমনকি নীতিমালার আলোকে ১০বছর পর প্রথম উচ্চতর স্কেল প্রাপ্ত হয়ে ১০তম গ্রেড পাচ্ছেন। রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার মাজবাড়ি সিদ্দিকিয়া আহমদিয়া সেতারুল হক আলিম মাদরাসার ইবতেদায়ি প্রধান মো: ইউনুছ আলী ১০ বছর পর প্রথম উচ্চতর স্কেল ও পরবর্তী ৬ বছর চাকরি সন্তোষজনক হলে পরবর্তী উচ্চতর স্কেল ৯ম গ্রেডসহ ২৪ হাজার ৪৩২ টাকা বেতন পাচ্ছেন। অথচ এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পেয়েও ১১ তম গ্রেডে বেতন পাচ্ছেন না অনেক শিক্ষক। নীতিমালা শুরুর দিন হতেই দাখিল শাখার শিক্ষকদের প্রাপ্ত গ্রেডে বেতন দেয়া হচ্ছে। আর ইবতেদায়ি প্রধান শিক্ষকদের ক্ষেত্রে ১১তম গ্রেডে বেতনভাতা দেয়া হচ্ছে না। বিষয়গুলো সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। 

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0033719539642334