আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী | বিশ্ববিদ্যালয় নিউজ

আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আবরার হত্যার ঘটনা শোনার পর তাৎক্ষণিকভাবে জড়িতদের গ্রেফতারে নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় বিচার নিশ্চিত করতে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আবরার হত্যার ঘটনা শোনার পর তাৎক্ষণিকভাবে জড়িতদের গ্রেফতারে নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় বিচার নিশ্চিত করতে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবেনা বলেও জানান তিনি। বুধবার (৯ অক্টোবর) গণভবনে আয়োজিত ভারত ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২১ বছর বয়সী একজন ছাত্রকে মেরে ফেলা হল। এ ঘটনার জানার পর তাৎক্ষণিকভাবে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে। একজন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলার ঘটনার ছাত্রলীগ বা ছাত্রদল বিবেচনার সুযোগ নেই। এ ঘটনায় যেই জড়িত তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তবে, পুলিশ যখন আলামত সংগ্রহ করতে গেল তখন আলামত সংগ্রহে বাধা দেয়া হল। সিসিটিভি ফুটেজ পুলিশকে দেয়া হচ্ছিল না। তিনঘন্টা পরে পুলিশকে সিসিটিভি ফুটেজ দেয়া হয়েছে। সে সিসিটিভি ফুটেজ দেখেই জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। তিনঘন্টা পরে পুলিশকে কেনো সিসিটিভি ফুটেজ দেয়া হল? প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, বিএনপি জামাতের আমলে শিক্ষার্থী হত্যার ঘটনার বিচারতো দূরে থাক কাউকে গ্রেফতারই করা হয়নি। ছাত্রদলের টেন্ডার নিয়ে কোন্দলে সনি নামের এক ছাত্রী নিহত হয়। কিন্তু কাউকে আটক করা হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী।