আবৃত্তিকার মঞ্জু আর নেই - দৈনিকশিক্ষা

আবৃত্তিকার মঞ্জু আর নেই

নিজস্ব প্রতিবেদক |

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কামরুল হাসান মঞ্জু। সাংস্কৃতিক অঙ্গন থেকে বেশ দূরে ছিলেন এই সময়টাতে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি চিরতরে অনতিক্রম দূরত্বে চলে গেছেন। সন্ধ্যা ৭টায় মারা গেছেন এই আবৃত্তিশিল্পী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কামরুল হাসান মঞ্জুর ছোট ভাই মইনুল হাসান বিপ্লব তাঁর ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিকের বাসায় নাস্তার টেবিলে হঠাৎ বমি শুরু করেন মঞ্জু। এ অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হলে ডাক্তারেরা মৃত্যু ঘোষণা করেন। এর আগে তিনি আরও তিনবার স্ট্রোক করেছিলেন।

কামরুল হাসান মঞ্জু ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর ছোটভাই জানান, শনিবার রাতেই তাঁর জানাযার নামাজ পড়ানো হয়। সেখান থেকেই দাফনের উদ্দেশে যশোর রওনা হন তাঁরা। রোববার যশোর কেন্দ্রীয় কবরস্থানে মঞ্জুর দাফন হওয়ার কথা রয়েছে।

আবৃত্তিচর্চার পাশাপাশি লেখালেখিও করতেন কামরুল হাসান মঞ্জু। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়,পূর্ণেন্দু পত্রী, জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে সৈয়দ শামসুল হক, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণের মতো বিখ্যাত কবিদের কবিতা তাঁর কণ্ঠেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। তাঁর আবৃত্তি করা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ ব্যাপক জনপ্রিয় হয়।

বেশ কিছু আবৃত্তি অ্যালবামও বিভিন্ন বিষয়ে লেখা বই রয়েছে তাঁর। ঢাকায় আবৃত্তি কর্মশালা কিংবা কোনো কোর্স হয়েছে, অথচ কামরুল হাসান প্রশিক্ষক হিসেবে নেই, এমন ঘটনা কম ঘটেছে। কিন্তু একসময় স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে ধীরে ধীরে সবকিছু থেকে দূরে সরে যান।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031390190124512