আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা | বিবিধ নিউজ

আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের নৌকার আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের নৌকার আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মী বিত্তয় কুমার সরকার ওরফে কেসব সুমন বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এ অভিযোগ দায়ের করেন। মো. মনিরুজ্জামান অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে প্রাথমিক তদন্ত করে আইনি ব্যববস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন জানান বাদীর আইনজীবী অ্যাডভোকেট আল মাহবুব হোসেন।

আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট বেলা ১১টায় জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর রোনালস রোডের বাস ভবন অতিক্রম কালে ওই বাড়ি থেকে বের হয়ে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আসামিরা ব্যপক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকা জুড়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে। ছাত্র-জনতার ওই দিনেরে আন্দোলনে অসংখ্য নেতা-কর্মীরা আহত অবস্থায় ছত্রভঙ্গ হয়ে যায়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে গেলে আসামিরা সেখানেও হামলা চালিয়ে চিকিৎসা গ্রহণে বাধা দেয়। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী বিত্তয় কুমার সরকার ওরফে কেসব সুমন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ১ দফা দাবি আদায়ে ৪ আগস্ট সকালে মিছিল বের হয়। সেই মিছিলে আমির হোসেন আমু ও শাহজাহান ওমরের নির্দেশে আসামীরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে। সেই ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচারের দাবিতে আমি এ অভিযোগ দায়ের করেছি।