আমৃত্যু ক্ষমতায় থাকতে আইন পাস করালেন পুতিন | বিবিধ নিউজ

আমৃত্যু ক্ষমতায় থাকতে আইন পাস করালেন পুতিন

রাশিয়ায় প্রেসিডেন্টে ভ্লাদিমার পুতিন এমন একটি আইনে স্বাক্ষর করেছেন, যেটি তাকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ করে দিতে পারে বলে জানিয়েছে রয়টার্স। গত সোমবার দেশটির সরকার প্রেসিডেন্টের মেয়াদসংক্রান্ত এ আইনে পুতিনের স্বাক্ষর করার কথা জানিয়েছে। নতুন আইনের বদৌলতে পুতিন ২০২৪ সালে চলতি মেয়াদ শেষ হয়ে য

রাশিয়ায় প্রেসিডেন্টে ভ্লাদিমার পুতিন এমন একটি আইনে স্বাক্ষর করেছেন, যেটি তাকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ করে দিতে পারে বলে জানিয়েছে রয়টার্স। গত সোমবার দেশটির সরকার প্রেসিডেন্টের মেয়াদসংক্রান্ত এ আইনে পুতিনের স্বাক্ষর করার কথা জানিয়েছে। নতুন আইনের বদৌলতে পুতিন ২০২৪ সালে চলতি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের মাধ্যমে আরও দুই দফা প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ পাবেন।

গত বছর গণভোটে রুশ জনগণ রাশিয়ায় সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এ নতুন আইনে স্বাক্ষর করলেন পুতিন। প্রেসিডেন্টের মেয়াদসংক্রান্ত নতুন এ বিলটি গত মাসে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছিল।

দেশটিতে এখন প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর। সংবিধান সংশোধনীর পর কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী, দেশটিতে কেউই আর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। তবে পুতিনের বর্তমান মেয়াদ নতুন আইনটির আওতায় পড়বে না। সে ক্ষেত্রে ৬৮ বছর বয়সী এ প্রেসিডেন্ট ২০২৪ সালের পর আরও দুটি মেয়াদ ক্রেমলিনের শীর্ষ পদে থাকতে পারবেন।

রাশিয়ার জনগণ গত বছর সংবিধানে যেসব পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল, তাতে প্রেসিডেন্টের মেয়াদসংক্রান্ত বিষয় ছাড়াও পেনশন সুরক্ষা জোরদারের মতো কল্যাণমূলক অনেক কিছুই ছিল। জনসমর্থন আদায়ের লক্ষ্যেই পুতিন এসব কিছুকে একটি প্যাকেজের আওতায় গণভোটে হাজির করেছিলেন বলে ভাষ্য সমালোচকদের। সংবিধান পরিবর্তনের গণভোটকে তাদের অনেকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ বলেও অভিহিত করেছেন।