আলহাজ্ব মকবুল হোসেন কলেজে শেখ রাসেল দিবস উদযাপন | কলেজ নিউজ

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

আলহাজ মকবুল হোসেন কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

আলহাজ মকবুল হোসেন কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। 

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান। প্রফেশনাল ফ্যাকাল্টির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্ত্যবে কলেজের অধ্যক্ষ শেখ রাসেলের সংক্ষিপ্ত জীবনকালের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হওয়ার এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিজনেস স্টাডিজ ও বিজ্ঞান অনুষদ চেয়ারম্যান শফিউদ্দিন বিশ্বাস এবং শর্মিল চক্রবর্তী। পরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।