আশ্র‍য়কেন্দ্র হিসেবে উপকূলীয় মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ | বিবিধ নিউজ

আশ্র‍য়কেন্দ্র হিসেবে উপকূলীয় মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উপকূলীয় এলাকার মাসরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলো জনসাধারণের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে ঘূর্ণিঝড়ের আগে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান প্রধানকে চাবিসহ কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উপকূলীয় এলাকার মাসরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলো জনসাধারণের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে ঘূর্ণিঝড়ের আগে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান প্রধানকে চাবিসহ কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এসব নির্দেশনা দিয়ে চিঠি মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

যুগ্মসচিব এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান আগামী ২০ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। তাই চিঠিতে উপকূলীয় জেলার বাসিন্দাদের আশ্রয়ের জন্য মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রাখতে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা দিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড়ের আগে সব মাদরসসা ও কারিগরি প্রতিষ্ঠান প্রধানকে চাবিসহ কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। আদেশ আরও বলা হয়।  এছাড়া ঘূর্ণিঝড়ের সময় জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডকে।