ইআবির নতুন ট্রেজারার মামুনুর রহমান খলিলী | বিশ্ববিদ্যালয় নিউজ

ইআবির নতুন ট্রেজারার মামুনুর রহমান খলিলী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন এ এস এম মামুনুর রহমান খলিলী। তিনি অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ছিলেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন এ এস এম মামুনুর রহমান খলিলী। তিনি অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ছিলেন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ এস এম মামুনুর রহমান খলিলী ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর, যা তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। উপযুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই নিয়োগ সমূহ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক যেকোনো সময় বাতিল করা যেতে পারে। 

ইআবির নতুন ট্রেজারার মামুনুর রহমান খলিলী

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।