ইআরজিও একাডেমিক এ্যান্ড ক্যাডেট কেয়ারে শিক্ষক নিয়োগ বিজপ্তি | চাকরির খবর নিউজ

ইআরজিও একাডেমিক এ্যান্ড ক্যাডেট কেয়ারে শিক্ষক নিয়োগ বিজপ্তি

ইআরজিও একাডেমিক এ্যান্ড ক্যাডেট কেয়ার কোচিং সেন্টারে ৫ম-১০ম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সন ও বাংলা মাধ্যমে পাঠদানের জন্য শিক্ষক শিক্ষিকা আবশ্যক। প্রার্থীদের কমপক্ষে এক বছর কাজ করার মনমানসিততা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মিরপুর ১০ ও এর আশেপাশের প্রার্থীদের অগ্রাধিকার দ

ইআরজিও একাডেমিক এ্যান্ড ক্যাডেট কেয়ার কোচিং সেন্টারে ৫ম-১০ম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সন ও বাংলা মাধ্যমে পাঠদানের জন্য শিক্ষক শিক্ষিকা আবশ্যক।  প্রার্থীদের কমপক্ষে এক বছর কাজ করার মনমানসিততা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মিরপুর ১০ ও এর আশেপাশের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ইংলিশ ভার্সনে পাঠদানে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। 

চাকরির ধরণঃ পার্টটাইম। 

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। 

আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর। সরাসরি অফিসে এসে অথবা মেইলে ergocc2023@gmail.com সিভি পাঠানোর জন্য অনুরোধ করা  হলো।

বেতন: আলোচনা সাপেক্ষে। 

বি:দ্র: যারা কোচিং-এ এসে সরাসরি ক্লাস নিতে পারবেন, শুধুমাত্র তারাই আবেদন করবেন।

যোগাযোগ: বাড়ি#২, রোড#১৯, ব্লক#বি, সেকশন ১০, মিরপুর, ঢাকা-১২১৬।

হোয়াটসঅ্যাপ: 01670 28 43 24

ইআরজিও একাডেমিক এ্যান্ড ক্যাডেট কেয়ারে শিক্ষক নিয়োগ বিজপ্তি