ইউআইটিএস গ্র্যাজুয়েটদের চীনা বৃত্তিতে সাফল্য | বিশ্ববিদ্যালয় নিউজ

ইউআইটিএস গ্র্যাজুয়েটদের চীনা বৃত্তিতে সাফল্য

২০২৪ খ্রিষ্টাব্দে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইচইউএসটি) ভর্তি পরীক্ষায় ২১ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ১২ জন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইউআইটিএস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা

২০২৪ খ্রিষ্টাব্দে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইচইউএসটি) ভর্তি পরীক্ষায় ২১ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ১২ জন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইউআইটিএস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

ইউআইটিএস গ্র্যাজুয়েটদের চীনা বৃত্তিতে সাফল্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচইউএসটি ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২১ জন নিজেদের যোগ্যতা প্রমাণ করে চীনা সরকারি বৃত্তির নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপের জন্য প্রস্তুত হয়েছে। এই ২১ জনের মধ্যে ১২ জনই ইউআইটিএস-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী।

উত্তীর্ণ শিক্ষার্থীদের এইচইউএসটির সংশ্লিষ্ট বিভাগগুলোতে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, যা এই মর্যাদাপূর্ণ চীনা সরকারি বৃত্তি অর্জনের জন্য অপরিহার্য ধাপ।

এইচইউএসটি  চীনের উহানে অবস্থিত একটি বিখ্যাত গবেষণা বিশ্ববিদ্যালয়, চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮ম এবং ২০২৪ খ্রিষ্টাব্দের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ২৭৫ অবস্থানে রয়েছে।