ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ওরিয়েন্টেশন | বিশ্ববিদ্যালয় নিউজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ওরিয়েন্টেশন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফল ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনের প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন। তিনি অনলাইনে অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফল ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ওরিয়েন্টেশন

ওরিয়েন্টেশনের প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন। তিনি অনলাইনে অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্শেনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, ট্রেজারার এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, এবং প্রক্টর অধ্যাপক শাহরিয়ার আনাম। 

এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান, ই-ক্যাবের কোফাউন্ডার এবং সিএসই এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার খান মোহাম্মাদ কায়সার, এবং ইউএপির স্থাপত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক নিশাত তাসনীম। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।