ইএফটিতে বেতন: এমপিও শিক্ষকদের তথ্য দেয়ার সময় বাড়লো

ইএফটিতে বেতন: এমপিও শিক্ষকদের তথ্য দেয়ার সময় বাড়লো

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দিতে শিক্ষক-কর্মচারীদের মৌলিক তথ্য ইএমআইএস সেলে আপলোড কার্যক্রমের সময় বেড়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দিতে শিক্ষক-কর্মচারীদের মৌলিক তথ্য ইএমআইএস সেলে আপলোড কার্যক্রমের সময় বেড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত তথ্য অনলাইনে আপলোড ও হার্ডকপি জমা দিতে পারবেন। আর এই তথ্য ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকেরা যাচাই করবেন।

এসব নতুন তথ্য জানিয়ে সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক ও প্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। তবে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠান প্রধানরা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, তথ্য সংশোধনে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। ওয়েবপেইজে প্রবেশ করতে দীর্ঘ সময় লাগছে। 

রোববার (১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ইএফটিতে বেতন: এমপিও শিক্ষকদের তথ্য দেয়ার সময় বাড়লো

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিওর টাকা আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য তথ্য পাঠানো ও যাচাইয়ের সময়সূচি নির্দেশক্রমে নিম্নরূপ পুনঃনির্ধারণ করা হলো।

প্রতিষ্ঠান প্রধান অনলাইনে তথ্য পাঠাবেন ও হার্ড কপি জমা দেবেন ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। উপজেলা-থানা স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক কর্মকর্তা ও কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক তথ্য যাচাই করবেন ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।