ইতালিতে সেপ্টেম্বরে স্কুলে ফিরছে শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

ইতালিতে সেপ্টেম্বরে স্কুলে ফিরছে শিক্ষার্থীরা

দৈনিকশিক্ষা ডেস্ক |

ইতালিতে সেপ্টেম্বর থেকে সব স্কুল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কুল খোলার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৪ সেপ্টেম্বর। করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরেই সেখানকার সব স্কুল বন্ধ রাখা আছে। ইতালির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে এবং শিক্ষামন্ত্রী লুসিয়া অ্যাজোলিনার এক ঘোষণায় এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরে নিরাপদে স্কুলগুলো পুনরায় চালু করতে ইতালি সরকার অতিরিক্ত ১ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে। তবে স্কুল খুলে দেয়া হলেও সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে। ইতালি সরকারের ঘোষণা অনুযায়ী,  স্কুলগুলো সকালেই শুরু হবে। এছাড়া একজন শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থী এক মিটার অর্থাৎ ৩ ফুট দূরে বসবে।

স্কুলের ক্যাফেটেরিয়াতে খাবার খাওয়ার বদলে ক্লাসরুমেই শিশুদের খাবার খেতে হবে। এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কন্তে বলেন,  'এসব বিধিমালার মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে স্কুলে যেতে পারবে।'

তবে শিক্ষামন্ত্রী বলছেন,  'এক্ষেত্রে কিছু সমস্যা থেকে যাচ্ছে। সব স্কুলে সামাজিক দূরত্ব মেনে ক্লাস করানোর মতো যথেষ্ট জায়গা নেই। ফলে প্রায় ১৫ শতাংশ শিক্ষার্থী জায়গার অভাবে ক্ষতিগ্রস্ত হবে।'

সবকিছু বন্ধ থাকলেও সুযোগ পেলেই শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী অ্যাজোলিনা। তিনি বলেছেন,  আবহাওয়া ভালো থাকলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া ভালো। এতে করে তারা প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পাবে।

শিক্ষামন্ত্রী অ্যাজোলিনা বলেন,  শিক্ষাখাতে সরকারের অর্থ বরাদ্দ শুধুমাত্র করোনাভাইরাসকে মোকাবেলা করতে নয় বরং ভিন্ন আঙ্গিকে স্কুল ব্যবস্থার উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন,  এই লকডাউনে কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা এবং শারীরিকভাবে অক্ষম শিশুরাই সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে স্কুলগুলো চালু হলে নতুন করে তারা আবার সবকিছু শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.003953218460083