ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি - দৈনিকশিক্ষা

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরাম। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটি।  

আলোচনা সভায় ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এ সময় বক্তারা বলেন- প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অতীতে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ এবং বর্তমানে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ২২-৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা জাতীয়করণ দূরের কথা, এমপিওভুক্তও নন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও এবতেদায়ী মাদরাসার প্রতি বৈষম্য করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার নাস্তিকদের দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই সরকার যদি জাতীয়করণ না করে তবে এগুলো কারা করবে। এর আগে যে শিক্ষা ব্যবস্থা দেয়া হয়েছে এগুলোর মাধ্যমে নতুন প্রজন্মের চরিত্র ধ্বংস করতে চেয়েছে। কোরআন-হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খান বলেন, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা শুধু নন, লাখো লাখো এবতেদায়ীর শিক্ষার্থীকে উপবৃত্তি না দিয়ে বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্য দূর করা না হলে আমরা ছাত্র শিক্ষকদের বৈষম্য দূর করে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সমাবেশ আয়োজন করতে বাধ্য হবো।

এ সময় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের নেতারা ৬টি দাবি তুলে ধরেন। এগুলো হলো- ১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্ট্যাডি রিপোর্টের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ জাতীয়করণ করতে হবে ২. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্হাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন/ভাতাদি অনুদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ দ্রুত বাস্তবায়নের ঘোষণা ৩. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পাঠদানের অনুমতির স্থগতিদেশ প্রত্যাহার ৪. রেজিস্ট্রেশনপ্রাপ্ত ভোটবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ ৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি ও ৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন করে তাদের স্থলের শিক্ষক নিয়োগের ব্যবস্থাকরণ।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য, বোর্ড অব গভর্নরস অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এ ছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সেক্রেটারি ড. মুহাম্মাদ মাসউদুর রহমান তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় শিক্ষক ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের টাকার পেছনে না ছোটার পরামর্শ শিক্ষা উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের টাকার পেছনে না ছোটার পরামর্শ শিক্ষা উপদেষ্টার বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা - dainik shiksha বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা অযোগ্যদের নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না - dainik shiksha অযোগ্যদের নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না আবারো রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেবো - dainik shiksha আবারো রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেবো প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি পিএসসির নন-ক্যাডারে নিয়োগ, পদ ৪৮২ - dainik shiksha পিএসসির নন-ক্যাডারে নিয়োগ, পদ ৪৮২ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি - dainik shiksha আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি please click here to view dainikshiksha website Execution time: 0.0060648918151855