ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করেছে অস্থায়ী চাকরিজীবী পরিষদ। গতকাল সোমবার দুপুরে উপাচার্যের কার্যালায়ের সামনে আকস্মিক অবস্থান নেন আন্দোলনকারীরা।
জানা যায়, দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও স্থানীয় কিছু লোকসহ প্রায় ৮৮ জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে দৈনিক ও মাসিক টাকার চুক্তিতে কাজ করে আসছিলেন। করোনাকালে তাদের কাজ বন্ধ হয়ে যায়। এরপর তাদেরকে কাজ করতে না দিয়ে টাকা দেওয়া বন্ধ করে দেয় নতুন প্রশাসন। বিষয়টি নিয়ে গত কয়েক মাস থেকে তারা তদবির করে আসছেন। পরে উপ-উপাচার্যকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে তাদের বিষয়ে করণীয় বিষয়ে প্রতিবেদন দিতে বলেন উপাচার্য। কিন্তু সোমবার দুপুরে তারা আকস্মিক উপাচার্যের কার্যালায়ের সামনে অবস্থান নেন। পরে প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন তাদের সেখান থেকে তুলে দেন।
এরপর অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি টিটু মিজান ও সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দার উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বললে তারা বের হয়ে এসে বাইরে হট্টগোল শুরু করেন।
এ বিষয়ে অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি টিটু মিজান বলেন, প্রশাসন থেকে এখনও কোনো আশ্বাস পাইনি। প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, কর্তৃপক্ষ চাচ্ছে নিয়মের মধ্যে থেকে সব কিছু করতে। কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।