ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া উদ্বোধন - দৈনিকশিক্ষা

ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া উদ্বোধন

ইবি প্রতিনিধি |

টপট

ইসলামী বিশ্ববিদ্যালয় টিএসসিসি’র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় ফিতা কেটে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

টিএসসসি’র পরিচালক অধ্যাপক ড. দীপক কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিন, প্রধান প্রকৌশলী মো. মকবুল হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস প্রসারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। এখানে চিকিৎসা কেন্দ্র, লাইব্রেরি, জিমনেসিয়ামসহ বেশ কয়েকটি কার্যালয় হতে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস প্রদান করা হয়ে থাকে। তার মধ্যে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া একটি সমৃদ্ধ সংযোজন।

তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনের মধ্যদিয়ে আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসকেন্দ্রিক করে রাখতে চাই। আশারাখি শিক্ষার্থীরা সব সময় ক্যাম্পাসমুখি থাকবে।

এসময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানিয়ে উপাচার্য বলেন, অফিস চলাকালে আপনারা যথাসময়ে নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন।

ক্যাফেটেরিয়া পরিচালনাকারীদের উদ্দেশ্য করে উপাচার্য বলেন,  আপনারা সব সময় স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পরিবেশন করবেন। সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি চলবে এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে ট্রেজারার বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই ক্যাফেটেরিয়া হবে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অন্যতম প্রতিষ্ঠান। এর মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীরা উপকৃত হবে এই প্রত্যাশা করি।

২০০১ সালে টিএসসিসিতে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রতিষ্ঠিত হয়। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সংস্কার শেষে পুণরায় এর কার্যক্রম শুরু হলো।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.019142866134644