ইবির ভর্তি সাক্ষাৎকারে ১৯ শতাংশ উপস্থিত - দৈনিকশিক্ষা

ইবির ভর্তি সাক্ষাৎকারে ১৯ শতাংশ উপস্থিত

ইবি প্রতিনিধি |

গুচ্ছ পদ্ধতির স্নাতক সম্মান ২০২০-২১ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম মেধাতালিকায় থাকা ভর্তিচ্ছুদের দু'দিনব্যাপী ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গল ও বুধবার এই সাক্ষাৎকারে তিন ইউনিটে অংশ নিয়েছেন মাত্র ১৯ শতাংশ শিক্ষার্থী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম এখনও শেষ না হওয়ায় এ সংখ্যা কম বলে জানিয়েছে প্রশাসন। এদিকে ভর্তি হওয়ার শেষ সময় পর্যন্ত বিভাগপ্রাপ্তরা চাইলে ভর্তি হতে পারবেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

জানা যায়, এবারের গুচ্ছ পদ্ধতির 'এ', 'বি' ও 'সি' ইউনিটে ২০৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইবি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র 'ডি' ইউনিটের তিন বিভাগে ২৪০টি আসন রয়েছে। যার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এদিকে গুচ্ছের তিন ইউনিটের প্রথম মেধাতালিকার দু'দিনের সাক্ষাৎকারে মোট ৪০৭ জন অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউনিট সমন্বয়কারীরা। প্রথম দিন ২৪১ জন ও দ্বিতীয় দিন ২২৮ জন অংশ নেন, যা মোট আসনের মাত্র ১৯ শতাংশ। এর মধ্যে বিজ্ঞানভিত্তিক 'এ' ইউনিটে ৬৪ জন, 'বি' ইউনিটে ২৪৬ জন ও ব্যবসা প্রশাসন অনুষদের 'সি' ইউনিটে ৯৭ জন অংশ নিয়েছেন। এদিকে ফাঁকা পড়ে আছে ৮১ শতাংশ আসন। তৈরি করে রাখা আরও তিনটি অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার নিয়েও আসন পূর্ণ না হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। ফলে আরও অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হতে পারে বলে জানিয়েছেন তারা।

এদিকে অনুমোদন না হওয়ার আগেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দিলেও মাত্র একজন শিক্ষার্থী সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বলে জানা গেছে। তবে তাকে আপাতত ভর্তি হতেও নিষেধ করেছেন ইউনিট সমন্বয়কারী। এ ছাড়া এই দু'দিনে যারা সাক্ষাৎকারে অংশ নেননি তাদের জন্য পৃথকভাবে ব্যবস্থা করতে হয়েছে ইউনিট সমন্বয়কারীদের।

এ বিষয়ে 'এ' ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক আবদুস সামাদ বলেন, 'মেধাতালিকায় থেকেও যারা সাক্ষাৎকারে উপস্থিত হননি তারা উপযুক্ত কারণসহ যদি সমন্বয়কারী বরাবর লিখিত আবেদন করেন তবে তাদের আবার সুযোগ দেওয়া হবে।'

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0036458969116211