ইবি ছাত্রলীগ নেতার বাড়িতে হুমকি দিতে গিয়ে আটক ৩ - দৈনিকশিক্ষা

ইবি ছাত্রলীগ নেতার বাড়িতে হুমকি দিতে গিয়ে আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি |

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান লালনের গ্রামের বাড়িতে হুমকি দিয়ে পালানোর সময় তিনজন আটক হয়েছে। ইবি কর্মচারী ইলিয়াস জোয়ার্দ্দারসহ তিনজনকে মিরপুর উপজেলার আমলা পুলিশ ক্যাম্প আটক করে। মেহেরপুরের গাংনীর পুরাতন মটমড়া গ্রামের লালন ইবির অর্থনীতি বিভাগের ছাত্র। তিনি ইবি শাখা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পর একটি কালো রংয়ের হায়েচ মাইক্রোবাস নিয়ে লালনের বাড়িতে যায় ইলিয়াস, উজ্জ্বল ও সবুজসহ ১০ থেকে ১২ জন। এ সময় তারা বলেন, ইবির ভিসি ও সাবেক প্রক্টরের সঙ্গে লালন দ্বন্দ্ব করছেন। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে লালন খুন হয়ে যাবেন।

লালনের দুলাভাই শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ১০ থেকে ১২ জন লালনদের বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। বাড়ির লোকজনকে শাসিয়ে তারা বলেন, ‘মাহবুবুর স্যারের বিরুদ্ধে লেগেছে লালন। ইবিতে সে কীভাবে রাজনীতি করে তা আমরা দেখে নেব।’ এ সময় স্থানীয় লোকজন থানায় ফোন দেয়ার কথা বললে তারা সটকে পড়েন। মিরপুর হয়ে পালানোর চেষ্টা করলে আমলা বাজারে মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে ক্যাম্প পুলিশ। মাইক্রোবাস চালককেও আটক করা হয়েছে।

লালন বলেন, ইবির প্রক্টরের ঘনিষ্ঠজন হিসেবে ইলিয়াস পরিচিত। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। ফেসবুকে সে আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন তিনি। ইবির সাবেক প্রক্টর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনা জানি না। বৃহস্পতিবার থেকে তার সঙ্গে (ইলিয়াস) কোনো যোগাযোগ নেই।

যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি please click here to view dainikshiksha website Execution time: 0.0039989948272705