ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছাত্রনেতার ওপর হামলা | বিবিধ নিউজ

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছাত্রনেতার ওপর হামলা

ইভটিজিংয়ে বাঁধা প্রদান করায় ফরিদপুরে শিতাংশু ভৌমিক অংকুর নামের এক ছাত্রনেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অংকুর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ফরিদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক।

ইভটিজিংয়ে বাঁধা প্রদান করায় ফরিদপুরে শিতাংশু ভৌমিক অংকুর নামের এক ছাত্রনেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অংকুর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ফরিদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক।  

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরতলীর অম্বিকা ময়দানের পাশে এ ঘটনা ঘটে। এঘটনায় আজ বিকালে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়ন জানায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নর ফরিদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর শহরের অম্বিকা ময়দানে ঘুরতে যান। সেখানে তিনি দেখতে পান কিছু বখাটে কয়েকজন মেয়েকে উত্যক্ত করছেন। এসময় অংকুর তাদের প্রতিবাদ করলে তার ওপর বখাটেরা অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে।  

ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানিয়েছে সংগঠনটি। 

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।