ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ১১ হাজার টাকা অর্থদণ্ড | বিবিধ নিউজ

ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ১১ হাজার টাকা অর্থদণ্ড

জাটকা সংরক্ষণ ও আহরণ বন্ধ উপেক্ষা করে আমতলীর পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আমতলী ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে তিনি বিচারক মো. তানভীর আহম্মেদ এ আদেশ দেন।

জাটকা সংরক্ষণ ও আহরণ বন্ধ উপেক্ষা করে আমতলীর পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আমতলী ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে তিনি বিচারক মো. তানভীর আহম্মেদ এ আদেশ দেন।   

জানা গেছে, জাতীয় জাটকা সংরক্ষণ ও আহরণ সপ্তাহ পালন উপলক্ষে সরকার জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে। সরকারের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করেও মঙ্গলবার বিকেলে আমতলীর পায়রা নদীতে জাহাঙ্গির শরীফ, সাইফুল ইসলাম, মোঃ রুবেল ও সাইদুল ফকির ইলিশ শিকার করে। উপজেলা মৎস্য বিভাগ জাটকা আহরণ বন্ধে অভিযান চালায়। অভিযানে চার জেলেকে আটক এবং ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে আমতলী ভ্রাম্যমান আদালতের বিচারক মো. তানভীর আহম্মেদ চার জেলেকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ এর ২ (খ) ধারায়  ১১ হাজার টাকা অর্থদণ্ড এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। অর্থদণ্ডকৃত চার জেলের বাড়ী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. হালিমা সরদার বলেন, চার জেলেকে ১১ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, ওই জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।