ইসকন নিষিদ্ধের দাবি হাটহাজারীর ছাত্র-জনতার | বিবিধ নিউজ

ইসকন নিষিদ্ধের দাবি হাটহাজারীর ছাত্র-জনতার

চট্টগ্রাম আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এ সময় তারা উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানান।

চট্টগ্রাম আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এ সময় তারা উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। 

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার ডাকবাংলোর পাশে জেলা পরিষদ মার্কেট চত্বরে এ বিক্ষোভ করা হয়।

ইসকন নিষিদ্ধের দাবি হাটহাজারীর ছাত্র-জনতার

এ্রর আগে ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে।

বিক্ষোভ পরবর্তী ছাত্র-জনতা জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে শত শত ছাত্র-জনতা অংশ নিয়ে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন বন্ধের দাবি জানান।

পরে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে। এরমধ্যে মিছিলটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে ফের কলেজগেট হয়ে কাচারি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো এলাকায় এসে মোনাজাতের মধ্য দিয়ে মিছিলটি শেষ করে। ওই সময় মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা ওই আইনজীবীকে হত্যা করে।