ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এ পদে আগের তিন শিক্ষকের মেয়াদ শেষ হওয়ায় আগামী এক বছরের জন্য তাদেরকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন। নিয়ম অনুযায়ী তারা দায়িত্ব পালনের জন্য সুযোগ-সুবিধা পাবেন।
গত ২২ ডিসেম্বর সহকারী প্রক্টর পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।