ইসলামী ব্যাংক ও বিএইচবিএফসির মধ্যে সেবাচুক্তি | কর্পোরেট সংবাদ নিউজ

ইসলামী ব্যাংক ও বিএইচবিএফসির মধ্যে সেবাচুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় গৃহ নির্মাণ বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় এপিআই সমন্বয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিএইচবিএফসির শরীআহ ভিত্তিক মঞ্জিল বিনিয়োগ প্রোডাক্টের গ্রাহকরা তাদের বিনিয়োগের কিস্তি ই

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় গৃহ নির্মাণ বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় এপিআই সমন্বয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিএইচবিএফসির শরীআহ ভিত্তিক মঞ্জিল বিনিয়োগ প্রোডাক্টের গ্রাহকরা তাদের বিনিয়োগের কিস্তি ইসলামী ব্যাংকের সেলফিন, আই-ব্যাংকিংসহ অন্যান্য বিকল্প সেবার মাধ্যমে প্রদান করতে পারবেন। 

গত সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও বিএইচবিএফসির ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল মান্নানের উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন মজুমদার ও বিএইচবিএফসির উপ-ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান ও আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও মো. রেজাউল করিম এবং বিএইচবিএফসির জেনারেল ম্যানেজার মো. খাইরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।