ঈদে সামাজিক দূরুত্ব মেনে কোলাকুলি না করার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের - দৈনিকশিক্ষা

ঈদে সামাজিক দূরুত্ব মেনে কোলাকুলি না করার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

দৈনিকশিক্ষা ডেস্ক |

পবিত্র রমজান মাসের আজ শেষ দিন। আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। এ ঈদুল ফিতরের জামাতে তিন ফুট সামাজিক দূরুত্ব মেনে চলা এবং কোলাকুলি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আজ রোববার এ অনুরোধ জানান।

নাসিমা সুলতানা বলেন, ‘এবার ভিন্ন পরিস্থিতিতে অদৃশ্য এক শত্রু করোনাভাইরাসের যুদ্ধ থেকে মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করছে এবং করবে। এরই মধ্যে দেখেছি, অনেকে শহর ছেড়ে গ্রামে গেছেন, এখনো যাচ্ছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

নাসিমা আরো বলেন, ‘নিজে সুরক্ষিত থাকবেন, এবং আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখবেন। সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। কমপক্ষে তিন ফুট সামাজিক দূরুত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন। সব মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদে কোলাকুলি থেকে বিরত থাকবেন, শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দের কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হয়। অবশ্যই শিশুসহ প্রত্যেকে নিয়ম অনুযায়ী মাস্ক ব্যবহার করবেন।’

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৪৮০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ৫৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৩ হাজার ৬১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নাসিমা অনলাইন বুলেটিনে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন, যা মোট শনাক্তের মধ্যে ১ দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আট হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯ হাজার ১৮৪ জনের। এর মধ্য থেকে এক হাজার ৫৩২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।’

নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ছয় হাজার ৯০১ জন, যা শনাক্ত বিবেচনায় ২০ দশমিক ৫৩ ভাগ।’

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এখন পর্যন্ত দেশে ৩৩ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া আজ পর্যন্ত মোট দুই লাখ ৪৩ হাজার ৫৮৩ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0040750503540039