ঈদ উপহার পেল ১২০ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী | স্কুল নিউজ

ঈদ উপহার পেল ১২০ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী

নাটোরের লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়ায় এলাকার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

নাটোরের লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়ায় এলাকার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার পেল ১২০ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদসামগ্রী বিতরাণ।

লালপুরের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ড. সুমন কুমার পান্ডে। বিশেষ অতিথি ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) ফজলুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, মোমিনপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোকাররেবুর রহমান নাসিম, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমেরিকার ভার্জিনিয়ার ‘সেভাতে’ কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে ৭৯ হাজার টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সাবান, আটা, চিনি, তেল, সেমাই, দুধ, মসলা এবং মাস্ক।