শ্রেণিকক্ষে ঢুকে ৬৫ শিক্ষার্থীকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে মিঠুন কুমার মন্ডল নামের এক শিক্ষকের বিরুদ্ধে। শ্যামনগর উপজেলার শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বেলা ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির কক্ষের পাশের বারান্দায় দাঁড়িয়ে ওই শিক্ষক মোবাইল ফোনে কথা বলছিলেন। শিক্ষার্থীরা উচ্চ স্বরে কথা বলায় বিরক্ত ওই শিক্ষক রাগান্বিত হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে ৬৫ জন ছাত্রকে এলোপাতাড়ি লাঠিপেটা করেন। বায়োজিদ হোসেন নামের এক শিক্ষার্থীর হাত ভেঙে যাওয়ায় বিষয়টি জানাজানি হয়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক বলেন, শ্রেণিকক্ষে উচ্চ স্বরে কথাবার্তা বলায় তাদের কিছুটা শাসন করা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে এক ছাত্রের হাতে বেশি ব্যথা লাগে।