উত্তরায় সং*ঘর্ষে ৪ জন নিহ*ত | চাকরির খবর নিউজ

উত্তরায় সং*ঘর্ষে ৪ জন নিহ*ত

রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে আরো শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজধানীর উত্তরায় পুলিশ ও র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েক শ আন্দোলনকারী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান।

উত্তরায় সং*ঘর্ষে ৪ জন নিহ*ত

তিনি বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন।

উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচ শ জন আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন।