উন্নত বিশ্বের সমপর্যায়ে যেতে প্রয়োজন কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

উন্নত বিশ্বের সমপর্যায়ে যেতে প্রয়োজন কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে বা উন্নত বিশ্বের সমপর্যায়ে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাপান, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে শিক্ষিত লোকের ৬৫ ভাগ কারিগরি শিক্ষায় শিক্ষিত। কারিগরি জ্ঞান দিয়েই তারা উন্নতির স্বর্ণশিখরে পৌঁছেছে। সেখানে আমাদের মাত্র ১৪ ভাগ লোক কারিগরি শিক্ষায় শিক্ষিত। সুতরাং উন্নত বিশ্বের সমপর্যায়ে পৌঁছাতে হলে আমাদেরও ৬৫ ভাগ লোককে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

কারিগরি শিক্ষা নিয়ে বাংলাদেশে এখনো নেতিবাচক ধারণা আছে উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, পলিটেকনিক্যালে পড়া কোনো ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে অভিভাবকরা আগ্রহী হতেন না। এখনো বিষয়টি প্রায় একই রকম রয়ে গেছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। স্বল্পশিক্ষিত দরিদ্র জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।

মন্ত্রী বলেন, বিষয়টি উপলব্ধি করেই আমাদের সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিয়েছে। অতীতে যেখানে কারিগরি শিক্ষার হার ছিল মাত্র ৩ শতাংশ। এখন সেখানে ১৪ শতাংশে উন্নীত করা হয়েছে। ২০২০ সালের মধ্যে এটিকে ২০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তরাও এগিয়ে আসছেন।

কারিগরি শিক্ষায় বেসরকারি উদ্যোক্তাদের মুনাফা অর্জনের চেয়ে দেশের সার্বিক কল্যাণে নজর দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যখন দেশের সার্বিক কল্যাণের কথা চিন্তা করবেন, তখন আলটিমেটলি মুনাফাও আসবে। যদি কেবল মুনাফার চিন্তা মাথায় থাকে, তাহলে দেশও এগোবে না, আপনারাও এগোতে পারবেন না।

শিক্ষাসচিব মো. আলমগীর বলেন, আমাদের দেশে সরকারি পলিটেকনিক্যাল কলেজের সংখ্যা মাত্র ৪৫টি। কিন্তু বেসরকারি পলিটেকনিক্যাল কলেজের সংখ্যা সাড়ে ৪শ’র মতো। সুতরাং বেসরকারি উদ্যোক্তারা কারিগরি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন-এ কথা আর বলার অপেক্ষা রাখে না। আমরা বেসরকারি উদ্যোক্তাদের আশ্বস্ত করছি, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন অথবা আমাদের স্মরণ করবেন, আমরা আপনাদের কাছে ছুটে যাব।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস বলেন, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুরসহ যে সমস্ত দেশ টেকনোলজিক্যাল অর্থনীতিতে এগিয়ে গেছে, তাদের কারিগরি শিক্ষার গড় হার ৪৪ শতাংশ। সেখানে আমরা কেবল অর্জন করতে পেরেছি ১৪ শতাংশ। দক্ষ লোক ছাড়া অর্থনৈতিক উন্নতি অসম্ভব। বিদেশ থেকে এক্সপার্ট লোক এনে দেশ উন্নতি করতে পারে না। এ ক্ষেত্রে প্রয়োজন নিজস্ব দক্ষ জনশক্তি।

সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.004645824432373