ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরশহরের ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কার্যালয়ে এ সভা করা হয়।
এদিন সকালে উপজেলা আহ্বায়ক কমিটির সম্মতিতে সভায় সভাপতিত্ব করেন ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক আহ্বায়ক কমিটির প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আহসান হাবিব, আব্দুল মান্নান, কুশমত আলী, দিলারা বেগম, মোকবুল হোসেন, আম্বর আলী, ফজলুল হক, হামিদুর রহমান, বকুল হোসেন, আবুল কালাম, জাকির হোসেন, মোসারফ হোসেনসহ অনেকে।
সভায় চলতি নভেম্বর মাসের মধ্যে সব ইউনিয়ন কমিটি গঠন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়৷