এইচএসসির পঞ্চম দিনে বহিষ্কার অর্ধশত | পরীক্ষা নিউজ

এইচএসসির পঞ্চম দিনে বহিষ্কার অর্ধশত

এইচএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনের পরীক্ষায় নকল করার দায়ে মোট ৫০ পরীক্ষার্থীকে করা বহিষ্কার হয়েছে। আর অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৩১২ জন পরীক্ষার্থী।

এইচএসসি ও সমমানে পঞ্চম দিনের পরীক্ষায় নকল করার দায়ে মোট ৫০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৩১২ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

নতুন করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হওয়ায় নয়টি শিক্ষা বোর্ডের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ১০ হাজার ৫১৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় লাখ ৯৮ হাজার ৩৪২ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১৭১ জন। নয় বোর্ডে অনুপস্থিত হার ছিলো ১ দশমিক ২০ শতাংশ। নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ২৬ জনকে। 

এদিকে, আলিমের আজ ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৯৬১ জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৮১ হাজার ৩১৭ জন। বহিষ্কার হয়েছেন ১২ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী।   

অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ- ২, রসায়ন বিজ্ঞান-০২ ও অর্থনীতি বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১০ হাজার ৬০৮ জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৯ হাজার ১১১ জন। বহিষ্কার হয়েছেন ১২ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী।