এইচএসসির পঞ্চম দিনে অনুপস্থিত সাড়ে তিন হাজারের বেশি - দৈনিকশিক্ষা

এইচএসসির পঞ্চম দিনে অনুপস্থিত সাড়ে তিন হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক |

এইচএসসি পরীক্ষার পঞ্চম দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত রসায়ন প্রথম পত্র এবং শিশু বিকাশ প্রথম পত্র ও উচ্চাঙ্গসংগীত প্রথম পত্র পরীক্ষা পরীক্ষা দেননি সারাদেশের ৩ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে, কোন কক্ষপরিদর্শককে বহিষ্কার করা হয়নি। 

বুধবার (৮ ডিসেম্বর) সকালে রসায়ন প্রথম পত্র পরীক্ষা অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭১২ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় সারাদেশে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর দুপুরে শিশু বিকাশ প্রথম পত্র ও উচ্চাঙ্গসংগীত প্রথম পত্র পরীক্ষায় মোট ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার পঞ্চম দিন সকালে রসায়ন প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৯৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে ২২২ জন, রাজশাহী বোর্ডে ৭৪২ জন, বরিশাল বোর্ডের ২৩৪ জন, সিলেট বোর্ডের ১৪৯ জন, দিনাজপুর বোর্ডের ৫৩৪ জন, কুমিল্লা বোর্ডের ৩৩৬ জন, ময়মনসিংহ বোর্ডের ২০৬ জন এবং যশোর বোর্ডের ৩০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ পরীক্ষায় কোনো কক্ষ পরিদর্শক বহিষ্কার হয়নি। 

এদিকে এইচএসসি পরীক্ষার পঞ্চম দিন দুপুরে শিশু বিকাশ প্রথম পত্র ও উচ্চাঙ্গসংগীত প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ছিলেন ১২৫ জন। এদের মধ্যে রাজশাহী বোর্ডের ৩ জন, বরিশাল বোর্ডের ১ জন এবং দিনাজপুর বোর্ডের ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কোন পরীক্ষার্থী বা কক্ষ পরিদর্শকের পরীক্ষায় বহিষ্কার হননি।

আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ও ইতিহাস প্রথম পত্র ও দুপুর দুইটা থেকে সাড়ে তিনটায় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ও ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাওয়া তথ্যমতে, এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এতে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম বা ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এতে ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

এইচএসসি পরীক্ষার জন্য ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0043730735778809