এইচএসসির ফল: বিজ্ঞানে পিছিয়ে চট্টগ্রাম - Dainikshiksha

এইচএসসির ফল: বিজ্ঞানে পিছিয়ে চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি |

পাসের হার কিছুটা বাড়লেও চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসিতে কমেছে বিজ্ঞান বিভাগে পাসের হার, যা অতীতে কখনও ঘটেনি বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সারাদেশে এইচ্সসির ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, “চট্টগ্রামে বোর্ডে আগে বিজ্ঞান বিভাগে পাসের হার এত কমেনি।”

“প্রতি বছর বিজ্ঞান বিভাগের পাসের হার না বাড়লেও স্থিতিশীল থাকত। কিন্তু এবার তা কমে গেছে তিন শতাংশের বেশি।”

গত বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৭৭ দশমিক ৩৪ শতাংশ, এবছর ৭৩ দশমিক ১১।

পাসের হার কমার জন্য বোর্ড কর্মকর্তারা পদার্থ ও রসায়ন বিদ্যার খারাপ ফলাফলকে দায়ী করছেন। 

মাহবুব হাসান জানান, পদার্থবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্রে গত বছর পাসের হার ছিল যথাক্রমে ৬৪ দশমিক ৭৩ ও ৯০ দশমিক ৯৩। এবছর তা হয়েছে ৭২ দশমিক ৩৬ ও ৭৫ দশমিক ৬৭ শতাংশ।

রসায়নে গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৬৪ ও ৮৬ দশমিক ১৪; যা এবছর হয়েছে ৮৬ দশমিক ১২ ও ৮৫ শতাংশ।

গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রসায়ন ও পদার্থবিদ্যা পরীক্ষার প্রশ্ন নিয়ে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করলেও এ দুটি বিষয়ে পরীক্ষার্থীদের ‘কম’ প্রস্তুতি  থাকায় ফলাফল খারাপ হয়েছে বলে মন্তব্য করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব।

তিনি বলেন, “অনেকেই বলেছেন পদার্থ ও রসায়ন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। তবে আমি বলব পরীক্ষার প্রশ্ন যে কোনো রকম হতে পারে।”

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন,  “আগের বছরগুলোতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটি বিষয়ে ভালো করলেও ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিষয় দুটিতে খারাপ করত।

“তবে এবছর তারা এই দুই বিষয়ে ভালো ফলাফল করায় পাসের হার বেড়েছে ব্যবসায় শিক্ষা ও মানবিকে।”

 ইংরেজি বিষয়ে গত বছর মানবিকে পাসের হার ছিল ৪৭ দশমিক ৬৪, এবছর ৬৯ দশমিক ৬৮ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ছিল ৬৮ দশমিক ৬৭ শতাংশ, যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৫৫ এবং বিজ্ঞান বিভাগে তা ৯৪ দশমিক ৯৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৫৬ শতাংশ।

সারাদেশে সার্বিকভাবে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গতবারের চেয়ে বেড়েছে।

চট্টগ্রাম বোর্ডে এবছর পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ, যা আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পঞ্চম। এবার জিপিএ-৫ পেয়েছে মোট এক হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন,  “এই ফলাফল চট্টগ্রাম মহানগরকেন্দ্রিক। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া এক হাজার ৬১৩ জন শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম মহানগরের এক হাজার ৪২০ জন।”

এই ফলাফল মোট জিপিএ-৫ এর ৮০ শতাংশ বলে জানান তিনি।

এদিকে চট্টগ্রাম জেলা, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় পাসের হার বাড়লেও কমে গেছে খাগড়াছড়িতে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাসের হার কমেছে গত বারের চেয়ে প্রায় আট শতাংশ। গত বছর এ জেলা থেকে ৪৪ দশমিক ৬৩ শতাংশ পাশ করলেও এবছর তা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫১ শতাংশ।

এ নিয়ে মাহবুব বলেন,  “গত বছর ফলাফল ঘোষণার পর আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সাথে বৈঠক করেছিলাম। সেখানে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। যার কারণে খাগড়াছড়ি ছাড়া অন্যান্য জেলাগুলোতে পাসের হার বেড়েছে।”

এবছর মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৬৬ দশমিক ৭৪ শতাংশ, যা গত বছর ছিল ৫৫ দশমিক ৮১ শতাংশ। আর কক্সবাজারে পাসের হার ৬১ দশমিক ৬৬ শতাংশ যা গত বছর ছিল ৫৫ দশমিক ৩২ শতাংশ।

রাঙামটিতে পাসের হার গত বছর ছিল ৪৫ দশমিক ৯৯ শতাংশ আর এবছর তা বেড়ে হয়েছে ৪৯ দশমিক ৮৯ শতাংশ।

সবচেয়ে বেশি পাসের হার বেড়েছে বান্দরবানে। গত বছর এ জেলা থেকে ৫৫ দশমিক ২২ শতাংশ পাস করলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩১ শতাংশ। 

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি please click here to view dainikshiksha website Execution time: 0.0036039352416992