এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি | পরীক্ষা নিউজ

এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি

গতবছরের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। সেদিন ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

গতবছরের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী এ ফলাফলের অপেক্ষায় আছে।

সেদিন ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

রোববার সকালে তিনি বলেন, “শিক্ষামন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসেছে। এইচএসসি ও সমমানের রেজাল্ট ৮ ফেব্রুয়ারি হবে।”

করোনাভাইরাস মহামারী ও বন্যার কারণে এবার সময় বদলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর থেকে । নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল এবার।

এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। আগের শিক্ষাবর্ষের মত সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার এর আগে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করে শিক্ষাবোর্ডগুলো। সে হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।