এইচএসসি ও সমমান : ২২ পরীক্ষার্থী ও ২ পরিদর্শক বহিষ্কার | পরীক্ষা নিউজ

এইচএসসি ও সমমান : ২২ পরীক্ষার্থী ও ২ পরিদর্শক বহিষ্কার

এইচএসসির ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে মঙ্গলবার সারাদেশে ২২ জন পরীক্ষার্থী ও ২ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের ৯ জন এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছিলেন। আর আলিমের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দেয়ার সময় ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালে

এইচএসসির ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে মঙ্গলবার সারাদেশে ২২ জন পরীক্ষার্থী ও ২ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের ৯ জন এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছিলেন। আর আলিমের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দেয়ার সময় ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-২, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-১, বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষার সময় ১০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ দিন এইচএসসি ও সমমানে সারাদেশের ১৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার সারাদেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের ইংরেজি প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-২, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-১, বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সারাদেশে ২২ জন পরীক্ষার্থী ও ২ জন পরিদর্শক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৫ লাখ ৬৭ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৫৮ হাজার ৩৩৬ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৫১৪ জন।

জানা গেছে, ঢাকা বোর্ডের ২ হাজার ২৪ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৬ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৬৪৯ জন, যশোর বোর্ডের ৭২৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৩০০ জন, সিলেট বোর্ডের ৬৭২ জন, বরিশাল বোর্ডের ৪৭৮ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ২১১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৪৪৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। 

এ পরীক্ষায় বরিশাল বোর্ডের ২ জন ও দিনাজপুর বোর্ডের ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর বরিশাল বোর্ডের ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। 

মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। সকাল ১১টা থেকে দুপুরে একটা পর্যন্ত চলা এ পরীক্ষায় সারাদেশের ৪৪৮টি কেন্দ্রে ৯২ হাজার ১৯১ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮৬ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী।  

কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-২, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান-১, বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১০ শিক্ষার্থী। ৬৭২টি কেন্দ্রে সকাল ও বিকেলে অনুষ্ঠিত এসব পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো ১ লাখ ১৭ হাজার ৪০০ জন পরীক্ষার্থীর। পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৩ হাজার ২১১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১২৭ জন।

আগামী বৃহস্পতিবার এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, আলিমের ইংরেজি দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিজ্ঞান-২, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিজ্ঞান-১, বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।