একাদশে ভর্তির সময় বাড়ছে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত - দৈনিকশিক্ষা

একাদশে ভর্তির সময় বাড়ছে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তিন ধাপের অনলাইন আবেদনে মনোনীত শিক্ষার্থীদের ২৬ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। এবার তা বাড়িয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন সময় বেঁধে দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। 

রোববার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে।

সূত্র জানায়, একদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে মনোনীত সারাদেশে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী নিশ্চয়ন ফি জমা দিলেও কেউ কেউ এখনো চূড়ান্ত ধাপে ভর্তি হননি। ভর্তির ক্ষেত্রে গত ২৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। সেটি আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করে কলেজ নির্বাচন হলেও কেউ কেউ নিশ্চয়ন করেনি, আবার কেউ কেউ কলেজ পাননি। তাদের ভর্তির জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চতুর্থ ধাপে আবেদন ও ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে ১ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে এ ধাপের আবেদন ও ফলাফলের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

এদিকে উচ্চ মাধ্যমিকের অনলাইন ভর্তির তিনটি ধাপে আবেদন ও নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হয়েছে। তিন ধাপে আবেদন করেও প্রায় এক লাখ শিক্ষার্থীর কলেজ নির্বাচন না হওয়ায় তারা ভর্তির বাইরে রয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ হাজার। তাদের জন্য চতুর্থ ধাপে আবেদন শুরু হতে যাচ্ছে। ফেব্রুয়ারির ৩-৪ তারিখের দিকে এ আবেদন শুরু হতে পারে বলে জানা বোর্ড সূত্রে গেছে৷

বোর্ড সূত্রে আরও জানা গেছে, এখনো ভর্তি না হওয়া শিক্ষার্থীদের কেউ কেউ কারিগরিতে, কেউ বিদেশে পড়ালেখার জন্য দেশের বাইরে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়েছেন। অনেকেই আবার পছন্দসই কলেজ না পেয়ে ভর্তির সুযোগ পেয়েও নিশ্চয়ন করেননি। এ সংখ্যা সারাদেশে প্রায় এক লাখের মতো। তাদের মধ্যে দুই হাজার ৮০০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে গত ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলে। এ ধাপের ফল প্রকাশ করা হয় গত ৩১ ডিসেম্বর। প্রথম ধাপে আবেদন করা সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য মনোনীত হন ১২ লাখ ৭৮ হাজার জন।

দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন চলে ৯ থেকে ১০ জানুয়ারি। এ ধাপের ফল প্রকাশ হয় ১২ জানুয়ারি ও নিশ্চয়ন চলে ১৩ থেকে ১৪ জানুয়ারি। এরপর তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি ও ফল প্রকাশ করা হয় ১৮ জানুয়ারি। এ ধাপের নিশ্চয়ন চলে ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।

এর আগে শিক্ষা বোর্ড জানিয়েছিল, তিন ধাপে কলেজ নিশ্চয়ন করা শিক্ষার্থীদের ২২ থেকে ২৬ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাদের ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত ভর্তির জন্য এবার পাঁচদিন সময় বাড়ানো হলো।

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032930374145508