আসছে কোরবানিতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সবচেয়ে আলোচিত গরু ‘বিগবস’। ১ টন বা ১ হাজার কেজি ওজনের গরুটি আছে উপজেলার টোক ইউনিয়নের বেংগুরদি গ্রামে। মালিক গিয়াস উদ্দিন প্রধান আদর করে বিশালাকার গরুটিকে ডাকেন ‘বিগবস’। আসছে কোরবানী ঈদে সহস্রকেজি ওজনের গরুটি বিক্রি করতে চান গিয়াস উদ্দিন প্রধান।
গরুটির বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৭৪২৭৫৫১১৮ (রাজু)


