এনটিআরসিএর চেয়ারম্যানকে বদলি | শিক্ষক নিবন্ধন নিউজ

এনটিআরসিএর চেয়ারম্যানকে বদলি

এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার (২৩ এপ্রিল) আদেশটি প্রকাশ করা হয়।

এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার (২৩ এপ্রিল) আদেশটি প্রকাশ করা হয়। 

২২ এপ্রিল জারি করা আদেশে এ তথ্য জানা গেছে। 

গত ১৪ ডিসেম্বর তাকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছিল। সে মাসের শেষদিকে তিনি এনটিআরসিএর দায়িত্ব নিয়েছিলেন। 

অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন দায়িত্ব নেয়ার পর নিবন্ধিত প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান করেছেন। তিনি ৫৪ হাজারের বেশি শিক্ষক পদে ৩য় দফায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। এ নিয়োগের আবেদন গ্রহণ চলছে। এ পরিস্থিতিতে আশরাফ উদ্দিনকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করে আদেশ জারি করলো জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এদিকে একই আদেশে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভিনকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক পদে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান পদে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব গৌতম কুমারকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক পদে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ ইদ্রিস সিদ্দিকী অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের পরিচালক পদে বদলি করা হয়েছে। 

এনটিআরসিএর চেয়ারম্যানকে বদলি

এনটিআরসিএর চেয়ারম্যানকে বদলি

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন।