এবার চীনে শিক্ষকদের প্রাইভেট পড়ানোও নিষিদ্ধ - দৈনিকশিক্ষা

এবার চীনে শিক্ষকদের প্রাইভেট পড়ানোও নিষিদ্ধ

দৈনিকশিক্ষা ডেস্ক |

বাণিজ্যিক কোচিং সেন্টার নিষিদ্ধের পর এবার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকদের নজরদারির আওতায় এনেছে চীন। সাম্প্রতিক এক বিবৃতিতে ক্লাসের বাইরে অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের পড়ানো বা প্রাইভেট পড়ানো শিক্ষকদের সতর্কবার্তা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্কুলে ঠিকমতো না পড়িয়ে স্কুলের বাইরে শিক্ষার্থীদের পড়ানো এবং এর বিনিময়ে অর্থগ্রহণ ঘুষ নেওয়া বা এ জাতীয় দুর্নীতির সমতুল্য অপরাধ। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসমূহের যেসব শিক্ষক এ ধরণের কাজের সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশে বলা হচ্ছে – সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

গত শুক্রবার (২৪ জুলাই) এক আদেশে চীনে স্কুল শিক্ষার্থীদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাণিজ্যিক কোচিং সেন্টারসমূহ নিষিদ্ধ ঘোষণা করেছিল দেশটির শিক্ষা মন্ত্রণালয়।   

আদেশে বলা হয়েছে, চীনের স্কুল শিক্ষা কার্যক্রমে যে বিষয়সমূহকে ‘মূল’ বা ‘আবশ্যিক’ হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে, সেসব বিষয়ে পড়াশোনা স্কুলের বাইরে অন্য কোনো বাণিজ্যিক সংস্থায় আর করতে পারবে না শিক্ষার্থীরা।

বাণিজ্যিক কোচিং সেন্টার খাতে যাবতীয় বিদেশি বিনিয়োগও নিষিদ্ধ করা হয় সেই আদেশে। গত প্রায় দুই দশক ধরে চীনে গড়ে উঠেছে বাণিজ্যিক শিক্ষা কার্যক্রম খাত। বর্তমানে এই খাত দেশের বৃহত্তম অর্থনৈতিক খাতসমূহের একটি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের এই ঘোষণার পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাতটি। এমনকি চীনের শেয়ার বাজারে বাণিজ্যিক কোচিং সেন্টারসমূহের শেয়ারের দামও পড়ে গেছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়া নিউজকে মঙ্গলবার এ সম্পর্কে বলেন, বাণিজ্যিক কোচিং সেন্টার ও অর্থলোভী শিক্ষকদের কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অভিভাবকরা ব্যাপক আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন এবং প্রতিবছর তা বাড়ছে। অভিভাবকদের ভোগান্তি কমানোর জন্যই সাম্প্রতিক এ উদ্যোগ নিয়েছে সরকার।

তবে কোনো সংস্থা বা শিক্ষক যদি স্কুলের বাইরে দুর্বল শিক্ষার্থীদের পড়ান এবং তার বিনিময়ে অর্থ না নেন, সেটি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039689540863037