এমপিওভুক্তির দাবিতে ১২ মার্চ অবস্থান কর্মসূচি (ভিডিও) | এমপিও নিউজ

এমপিওভুক্তির দাবিতে ১২ মার্চ অবস্থান কর্মসূচি (ভিডিও)

নীতিমালার শর্ত শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানিয়েছে স্বাধীনতা ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন। আগামী ১০ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসলে ১২ মার্চ সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে

নীতিমালার শর্ত শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানিয়েছে স্বাধীনতা ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন। আগামী ১০ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসলে ১২ মার্চ  সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, নীতিমালার শর্ত শিথিলপূর্বক স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করতে হবে।  যোগদানের দিন হইতে চাকরির বয়স গণনা করতে হবে। একযোগে সব প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা না গেলে  শিক্ষক-কর্মচারীরে ২৫ শতাংশ বেতন দিয়ে স্বীকৃতিপ্রাপ্ত সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে হবে।

এমপিওভুক্তির দাবিতে ১২ মার্চ অবস্থান কর্মসূচি (ভিডিও)

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সত্ত্বেও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি না হওয়ার কারণে শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিলন কুমার ঘোষাল।  কেন্দ্রীয় কমিটির নেতা আবুল কালাম আজাদ, মাসুম আলম, অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ, দেলোয়ার হোসেন শিবলী, অধ্যক্ষ আব্দুস সালাম, শাহাদত হোসেন, মো. ফজলুর রহমান, শ্যামল, মো. সেতাবুর রহমান, সোহরাব হোসেন, আব্দুল হাদি, জাহাঙ্গীর হোসেন, মো. নাসির উদ্দিন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।