এমপিওভুক্ত শিক্ষকদের মহার্ঘ্য ভাতা দেয়ার দাবি - দৈনিকশিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের মহার্ঘ্য ভাতা দেয়ার দাবি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। আর যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্ত তুলে না দিতে পারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং পাঠ্যবইয়ে ভুল তথ্য উপস্থাপনে দোষী শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। 

বুধবার বাকবিশিসের পক্ষ থেকে দৈনিক শিক্ষাডটকমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো দাবিগুলোর মধ্যে আরো আছে, বেসরকারি কলেজে সরকারি কলেজের শিক্ষকদের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া বন্ধ করা, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতা বন্ধের জন্য পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে প্যানেল গঠন করা ও পদ শূণ্য হওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ দেয়ার ব্যবস্থা করা, ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান থাকা কলেজগুলোতে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ দ্রুততার সঙ্গে শেষ করা।  দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

বাকবিশিসের দাবিগুলোর মধ্যে আরো আছে, যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে না পারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাঠ্যপুস্তকে ভুল-ভ্রান্তির জন্য দোষীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা, শিক্ষাবর্ষের মাঝখানে পাঠ্যপুস্তক তুলে নেয়ার ঘটনা অনুসন্ধান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতিপূর্ণ  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য মহার্ঘভাতা চালু, ননএমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা, এমপিও না হওয়া পর্যন্ত ননএমপিও শিক্ষকদের বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা, জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন  ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, শিক্ষকের এসব ন্যায্য দাবি আদায় না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাকবিশিস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই please click here to view dainikshiksha website Execution time: 0.0038061141967773