এমপিওভুক্ত হলেন দেড় হাজার শিক্ষক-কর্মচারী | এমপিও নিউজ

এমপিওভুক্ত হলেন দেড় হাজার শিক্ষক-কর্মচারী

এক হাজার ৪৬৯ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ২০৮ জন ও কলেজের ২৬১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের

এক হাজার ৪৬৯ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ২০৮ জন ও কলেজের ২৬১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

রোববার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক। সভায় কর্মকর্তারা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, স্কুলের ১ হাজার ২০৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৪ জন, কুমিল্লা অঞ্চলের ৫০ জন, ঢাকা অঞ্চলের ১৬৩ জন, খুলনা অঞ্চলের ৩৫০ জন, ময়মনসিংহ অঞ্চলের ২০২ জন, রাজশাহী অঞ্চলের ১৭৫ জন, রংপুর অঞ্চলের ১১৫ জন এবং সিলেট অঞ্চলের ২২ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 

অপরদিকে কলেজের ২৬১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩২ জন, চট্টগ্রাম অঞ্চলের ১ জন, কুমিল্লার ১৯ জন, ঢাকার ১৭ জন, খুলনার ৫২ জন, ময়মনসিংহ অঞ্চলের ২১ জন, রাজশাহীর ৩৭ জন, রংপুরের ৬৯ জন এবং সিলেট অঞ্চলের ১৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

গত কয়েকমাসে বিধান মতো নিয়োগ পেয়ে তারা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।