এমপিওভুক্ত হলেন ১ হাজার ৪১৭ শিক্ষক-কর্মচারী | এমপিও নিউজ

এমপিওভুক্ত হলেন ১ হাজার ৪১৭ শিক্ষক-কর্মচারী

এক হাজার ৪১৭ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ৬২ জন ও কলেজের ৩৫৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সোমবার (১৭ মে) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দা

এক হাজার ৪১৭ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ৬২ জন ও কলেজের ৩৫৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সোমবার (১৭ মে) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় এসব তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, স্কুলের ১ হাজার ৬২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১১ জন, কুমিল্লা অঞ্চলের ৭৯ জন, ঢাকা অঞ্চলের ১৮৭ জন, খুলনা অঞ্চলের ১৯৬ জন, ময়মনসিংহ অঞ্চলের ১২৩ জন, রাজশাহী অঞ্চলের ১৬২ জন, রংপুর অঞ্চলের ১২৩ জন এবং সিলেট অঞ্চলের ৩১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 

অপরদিকে কলেজের ৩৫৫ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪০ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৭ জন, কুমিল্লার ৩৪ জন, ঢাকার ২৮ জন, খুলনার ৬১ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৫ জন, রাজশাহীর ৫৬ জন, রংপুরের ৬৯ জন এবং সিলেট অঞ্চলের ৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

গত কয়েকমাসে বিধান মতো নিয়োগ পেয়ে তারা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। 

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  S SUBSCRIBE  করতে ক্লিক করুন।