বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর বিধি স্পষ্টীকরণে এক সভা আগামী ২৩ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিতব্য সভায় মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এনটিআরসিএর কর্মকর্তারা অংশ নেবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করা হয়েছে। তবে, সভায় নীতিমালার কোন কোন বিধি স্পষ্টীকরণের বিষয়ে আলোচনা করা হবে সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি স্কুল-কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর বিধি স্পষ্টীকরণের লক্ষ্যে এক সভা অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে আগামী ২৩ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে দশটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
এ সভায় অংশ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বা তার প্রতিনিধি, এনটিআরসিএর চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালককে বলা হয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর স্কুল-কলেজের এমপিও নীতিমালা বিধি স্পষ্টীকরণে সভা অনুষ্ঠিত হয়েছিলো।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।