এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ২৭ মার্চ - দৈনিকশিক্ষা

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ২৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক |

আগামী ২৭ মার্চ বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। এদিন সকাল সাড়ে ১০ টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের বিভিন্ন স্কুল কলেজের ১১টি অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযুক্ত ১৪ জন শিক্ষকের শুনানি গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে ২৩ মার্চ সভার তারিখ ঘোষণা করে আদেশ জারি করা হয়েছিলো। 

জানা গেছে, ২৭ মার্চ এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন। সভায় শিক্ষক কর্মচারীদের বাতিল বা স্থগিত হয়ে যাওয়া এমপিওর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্কুল ও কলেজের যেসব শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল হয়ে গেছে তার কারণ ও ছাড়ের ব্যাপারে সভায় আলোচনা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুনঃএমপিওভুক্তি, বকেয়া ভাতা দেয়াসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদনের নিষ্পত্তি করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায়।

জানা গেছে, এদিন সভায় উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে ১৪ জন শিক্ষক ও কর্মচারীকে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের শুনানি গ্রহণ করবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

সভায় আলোচ্যসূচি থেকে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান সেখের এমপিওভুক্তি নিয়ে সভায় আলোচনা হবে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের বকেয়া বেতন ভাতা নিয়ে সভায় আলোচনা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন আইসিটির প্রদর্শকের এমপিওভুক্তির বিষয়ে নির্দেশনা দেয়ার বিষয়ে আলোচনা করবে এমপিও পুনর্বিবেচনা কমিটি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলাধীন হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: জাহাঙ্গীর সেলিমের স্থগিতকৃত এমপিও ছাড় করার বিষয়ের আলোচনা হবে সভায়।

এছাড়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জায়েদুল হকের এমপিওভুক্তি নিয়ে সভায় আলোচনা করবেন কর্মকর্তারা। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের বেতন ভাতা স্থায়ীভাবে বন্ধের বিষয়ের আলোচনা হওয়ার কথা আছে পুনর্বিবেচনা কমিটির সভায়। এছাড়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের ২০২০ খ্রিষ্টাব্দের অক্টোবর থেকে ২০২১ খ্রিষ্টাব্দের আগষ্ট  বকেয়া বেতন ভাতা নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা আছে।

 

২৭ মার্চের সভায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন মোহনপুর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয়ার বিষয়ে আলোচনা করবে কমিটি। আর নাটোরের সিংড়া উপজেলার ছবিরণ গুলজান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুনবীর নিম্নকোডে এমপিওভুক্তি ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হজরত আলী খুলনার সোনাডাঙ্গা মেট্রো থানার কলেজিয়েট স্কুলে চাকরির সময়ের দাবি করা বকেয়া বেতন নিয়ে সভায় আলোচন হবে। আর এদিন সভায় রাজবাড়ি সদর উপজেলার উদয়পুর বালিকা আদর্শ একাডেমি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে সভায়।

এমপিও পুনর্বিচেনা কমিটির সভায় ১৪ জন শিক্ষক কর্মচারীকে তলব করা হয়েছে। এ তালিকায় আছেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাজি ওয়াহেদ মরিয়ম কলেজের উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান সেখ, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের মো. নাজমুল হক, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী সুজন স্মৃতি কলেজের সাবিনা ইয়াসমিন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাজী আছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর সেলিম ও উম্মে কুলসুম, কুড়িগ্রামের উলিপুর উপজেলার আপুয়ারখাতা আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জায়েদুল হক, ফরিদপুরের আলফাডাঙ্গার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, কুমিল্লার মুরাদনগর উপজেলার অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, নাটোরের সিংড়া উপজেলার ছবিরণ গুলজান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নূরুনবী, সাতক্ষীরার শ্যামনগরের ছফিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হজরত আলী এবং রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর আদর্শ একাডেমি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0063321590423584