এসএসসির প্রশ্নফাঁস : আরও তিন শিক্ষক-কর্মচারী গ্রেফতার - দৈনিকশিক্ষা

এসএসসির প্রশ্নফাঁস : আরও তিন শিক্ষক-কর্মচারী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি |

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় আরও তিনজন শিক্ষক-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ তিনজন হলেন, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। 

জানা গেছে, গতকাল বুধবার সকালে কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে রাতে মামলার আসামি করে তাদের গ্রেফতার দেখানো হয়। এদিকে রাতে পিয়ন সুজনকে আটক করে গ্রেফতার দেখানো হয়।

এ মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। 

এর আগে গতকাল বুধবার এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে এজাহার নামীয় আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতাক রয়েছেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। 

আরও পড়ুন

এসএসসির প্রশ্নফাঁসের অভিযোগ, কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক গ্রেফতার

 প্রধান শিক্ষকের কক্ষে ছয় বিষয়ের প্রশ্ন!

এদিকে প্রশ্নফাঁসের ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমানকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে।  

দিনাজপুর বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার একাধিক বিষয়ের প্রশ্নফাঁস হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. লুৎফর রহমানের কক্ষ থেকে এখনও অনুষ্ঠিত না হওয়া ছয়টি বিষয়ের পরীক্ষার প্রশ্নের প্যাকেট জব্দ করা হয়েছে। একটি ছাড়া সব প্যাকেটের মুখ খোলা ছিলো। ইতোমধ্যে প্রশ্নফাঁসের ঘটনা জানিয়ে কেন্দ্রসচিবসহ চারজন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনার জেরে গতকাল বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ড চলমান এসএসসির গণিত, কৃষি, পদার্থ ও রসায়ন- এ চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে। বাকি পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী হবে। উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি করা হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষা ১০ অক্টোবর শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। তবে, অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0035178661346436