এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ | স্কুল নিউজ

এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

পটুয়াখালীর বাউফলে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার মোট ৬১টি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার‌্যক্রম। এতে বরিশাল শিক্ষা বোর্ড কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগে ১ হাজার ৯শ’৫০ টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ১হাজার ৮শ’৫০ টাকা নির্ধারণ করলেও উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। 

এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
টোকেন হাতে সফিজ আহমেদ।

অভিযোগ পাওয়া গেছে ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ে টোকেন প্রদান করে অতিরিক্ত ফি আদায়েরও। ফরম পূরণে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ করেছেন উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয় ও মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

শফিজ উদ্দিন রাড়ি নামে ইুন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের একজন অভিভাবকের অভিযোগ,‘আমার নাতি আল কাইয়ুম এবারএসএসসি দেবে। শ্রেণি শিক্ষক সাদা কাগজের টোকেনে লেইক্যা ৪ হাজার ২৩৫ টাহা পরিশোধ করতে কইছে।’ রেবেকা নামে অপর একজন বলেন, ‘আমার ছেলে ইমতিয়াজের ফরম পূরণের জন্য ৪ হাজার টাহা চাইছে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিস হাওলাদার নামে একজন বলেন, ‘ছাত্রছাত্রীদের কাছ থেকে ফরম পূরণের টাকা আদায় নিয়ে ম্যানেজিং কমিটির সঙ্গে প্রধান শিক্ষক কোন আলোচনা করেনি। করোনা কালে গরীব ছাত্র-ছাত্রীদেরকেও কোন ছাড় দেয়া হয় না। অনেক অভিভাবক এ ব্যাপারে আমাকে অভিযোগ জানিয়েছে। অতিরিক্ত টাকা আদায় করার কারণে গত রোববার স্কুল মাঠে ছাত্র-ছাত্রীরা জড়ো হয়ে প্রতিবাদ জানায়।’

নির্ধারিত রশিদে টাকা আদায়ের কথা উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ফরম পূরণের ফি ছাড়াও প্রত্যেক শিক্ষার্থীর বকেয়া পাওনা আছে। আমরা সেই টাকা আদায় করছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে ইতিমধ্যে শিক্ষকদের সতর্ক করা হয়েছে। কোন বিদ্যালয়ে অতিরিক্ত ফি নেয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’